লস অ্যাঞ্জেলেসের দাবানল

আগুন থেকে বাঁচতে বাড়ি ছেড়েছে লাখো মানুষ, ৫ জনের মৃত্যু

লস অ্যাঞ্জেলেসের দমকলকর্মীরা শহর এবং এর আশপাশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে পানির সংকটে ভুগছে। ইটনের ১০ হাজার ৬শ একর জমিতে আগুন জ্বলছে। হার্স্টে ছড়িয়েছে ৭শ একর জুড়ে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আগুনে পুড়ছে চারটি শহর— প্যালিসেডস, ইটন, হার্স্ট এবং উডলি। এসব এলাকায় দাবানলে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া পুড়ে গেছে ১ হাজারের বেশি অবকাঠামো।

ইটনে আগুন থেকে ১ লাখেরও বেশি মানুষ এবং প্যালিসেডসের দাবানল থেকে ৩৭ হাজার মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। প্যালিসেডসে প্রথমবার দাবানল ছড়িয়ে পড়ে গত মঙ্গলবার (৭ জানুয়ারি)। প্যালিসেডসের অন্তত ১৬শ একর জায়গা জুড়ে জ্বলছে আগুন। স্থানীয় কর্মকর্তাদের মতে, লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরচেয়ে ধ্বংসাত্মক দাবানলের নজির নেই।

লস অ্যাঞ্জেলেসের দমকলকর্মীরা শহর এবং এর আশপাশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে পানির সংকটে ভুগছে। ইটনের ১০ হাজার ৬শ একর জমিতে আগুন জ্বলছে। হার্স্টে ছড়িয়েছে ৭শ একর জুড়ে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হলিউড হিলসে রানিয়ন ক্যানিয়নের কাছে দাবানল ছড়িয়ে পড়ে। এক ঘণ্টারও কম সময়ে এটি প্রায় ২০ একর এলাকায় ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেস দমকল বিভাগ এর নাম দিয়েছে ‘সানসেট ফায়ার’।

লস অ্যাঞ্জেলেসের অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান অ্যান্থনি মেরন গতকাল রাতে সাংবাদিকদের বলেন, দাবানলে এখন পর্যন্ত পাঁচ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে। আনুমানিক এক হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ঝোড়ো বাতাসের কারণে দাবানল দ্রুত বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত কত শতাংশ এলাকার আগুন নেভানো সম্ভব হয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।

আরও