ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির যুদ্ধকালীন সর্বোচ্চ সামরিক কমান্ডার আলি শাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। খবর হারেজ।
তেহরানের কেন্দ্রস্থলে আইডিএফের চালানো একটি সফল অভিযানে ইরানের সশস্ত্র বাহিনীর জরুরি কমান্ড ও যুদ্ধকালীন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালনকারী আল শাদমানি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়, ‘তেহরানের কেন্দ্রে একটি সক্রিয় কমান্ড সেন্টার লক্ষ্য করে চালানো হামলায় আলি শাদমানিকে হত্যা করা হয়েছে। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর জরুরি কমান্ড ও যুদ্ধকালীন চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।‘
বিবৃতিতে আরো বলা হয়, ‘শাদমানি ছিলেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং ইরানি সেনাবাহিনীর কমান্ডার। অপারেশন ‘রাইজিং লায়ন’-এর সূচনালগ্নে তার পূর্বসূরি গোলাম আলি রাশিদ নিহত হওয়ার পর তিনিই সামরিক বাহিনীর নেতৃত্বে আসেন।‘
এই হামলার মাধ্যমে ইসরায়েল ইঙ্গিত দিল যে, তারা কেবল সীমান্তে নয়, বরং ইরানের মূল ভূখণ্ডে নিয়ন্ত্রণ ও ইরানের নেতৃত্বের শীর্ষ স্তরেও সরাসরি হামলা চালাতে প্রস্তুত।
তবে ইরান সরকারের পক্ষ থেকে এখনো শাদমানির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি।