ইউক্রেনে নাগরিক নিহত হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাসমানিয়ায় সাংবাদিকদের বলেন, আমরা রাশিয়াকে অবিলম্বে অস্কার জেনকিনসের অবস্থা নিশ্চিত করার আহ্বান জানাই। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ঘটনার সত্যতা প্রকাশের অপেক্ষা করব। কিন্তু যদি অস্কার জেনকিনসের কোনো ক্ষতি হয়ে থাকে, তবে তা একেবারেই নিন্দনীয় এবং অস্ট্রেলিয়া সরকার সম্ভাব্য সবচেয়ে কঠোর ব্যবস্থা নেবে।

ইউক্রেনে রাশিয়ার হাতে জিম্মি অস্ট্রেলীয় নাগরিক নিহত হলে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার (১৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ প্রতিশ্রুতি দিয়ে বলেছেন যে, রুশ বাহিনীর হাতে ইউক্রেনে আটক অবস্থায় মেলবোর্নের স্কুল শিক্ষক অস্কার জেনকিনসকে হত্যার খবর নিশ্চিত হলে রাশিয়ার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে। খবর আল জাজিরা।

এদিকে, ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করতে স্বেচ্ছাসেবক হিসেবে যাওয়া অস্কার জেনকিনসকে হত্যা করা হয়েছে বলে ধারণার কথা জানায় সিডনিভিত্তিক সংবাদমাধ্যম সেভেন নিউজ।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা ইউক্রেনের নাম প্রকাশ না করা সূত্রের উদ্ধৃতি দিয়ে করা এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি। তবে কর্মকর্তারা জেনকিনসের অবস্থা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ তাসমানিয়ায় সাংবাদিকদের বলেন, আমরা রাশিয়াকে অবিলম্বে অস্কার জেনকিনসের অবস্থা নিশ্চিত করার আহ্বান জানাই। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ঘটনার সত্যতা প্রকাশের অপেক্ষা করব। কিন্তু যদি অস্কার জেনকিনসের কোনো ক্ষতি হয়ে থাকে, তবে তা একেবারেই নিন্দনীয় এবং অস্ট্রেলিয়া সরকার সম্ভাব্য সবচেয়ে কঠোর ব্যবস্থা নেবে।

জেনকিনস সম্পর্কে জরুরি অনুসন্ধান চলছে এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে সব বিকল্পই বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। যার মধ্যে রাশিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের সম্ভাবনাও রয়েছে।

অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে বেশ প্রতিকূল সম্পর্ক বজায় রেখেছে উল্লেখ করে ওং বলেন, আমরা কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছি। অস্ট্রেলিয়া এই সময়ে বিভিন্ন সরকারের অধীনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ধরে রেখেছে। তবে একবার আমরা ঘটনা নিশ্চিত করতে পারলে এবং জেনকিনসের সঙ্গে আসলে কী ঘটেছে তা যাচাই করতে পারলে আমরা সব বিকল্প বিবেচনা করব।

গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, যুদ্ধের পোশাক পরে আছেন জেনকিনস এবং রুশভাষী এক ব্যক্তি তার মাথায় আঘাত করতে করতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

৩২ বছর বয়সী জেনকিনসই সম্ভবত রুশ বাহিনীর হাতে ইউক্রেনে যুদ্ধবন্দী হিসেবে আটক প্রথম অস্ট্রেলীয়। তবে জেনকিনস ছাড়াও, রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে অন্তত ছয়জন অস্ট্রেলীয় ইউক্রেনে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

আরও