গাজায় ক্ষুধার্তদের ওপর ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলা, নিহত অন্তত ৩৭

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক মানুষ নিহত হন, যাদের অনেকেই ক্ষুধার্ত ও আশ্রয়হীন।

রেড ক্রস পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল জানিয়েছে, তারা এককভাবে সবচেয়ে বেশি আহত রোগী গ্রহণ করেছে এই হামলার পর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অমানবিক’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।

গাজার দক্ষিণে রাফাহর কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রের আশপাশে ইসরায়েলি হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। আহত হয়েছেন আরো অন্তত ২০০ জন। খবর দ্য গার্ডিয়ান।

ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) সকালে। শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনি তখন মার্কিন-সমর্থিত সংস্থা জিএইচএফ পরিচালিত একটি কেন্দ্রের সামনে খাদ্যের জন্য জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক মানুষ নিহত হন, যাদের অনেকেই ক্ষুধার্ত ও আশ্রয়হীন।

রেড ক্রস পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল জানিয়েছে, তারা এককভাবে সবচেয়ে বেশি আহত রোগী গ্রহণ করেছে এই হামলার পর। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অমানবিক’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলটি ছিল একটি ‘সক্রিয় যুদ্ধক্ষেত্র’ এবং তারা নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়ায় গুলি চালিয়েছে।

ঘটনার পর জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বলেন, ‘এই পরিস্থিতি মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই ধরনের হামলা বন্ধে উদ্যোগ নেয়া।‘

আরও