আপনি আমার রাজা নন— কিং চার্লসকে অস্ট্রেলীয় সিনেটর

অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে চার্লসের বক্তৃতা চলাকালীন অস্ট্রেলীয় আদিবাসী সিনেটর লিডিয়া থর্প রাজার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে বলেন— আপনি আমার রাজা নন। এ দেশ আপনার নয়।

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনকারীদের আগমনের ফলে দেশের শত শত স্থানে আদিবাসীদের গণহত্যা হয়েছিল, যা ১৯৩০ এর দশক পর্যন্ত চলতে থাকে। দেশটির আদিবাসীরা এখনো বর্ণবাদ এবং কাঠামোগত বৈষম্যের শিকার। দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে এক আদিবাসী সিনেটরের তোপের মুখে পড়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। গতকাল সোমবার (২১ অক্টোবর) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউসে চার্লসের বক্তৃতা চলাকালীন অস্ট্রেলীয় আদিবাসী সিনেটর লিডিয়া থর্প রাজার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে বলেন— আপনি আমার রাজা নন। এ দেশ আপনার নয়। খবর সিএনএন।

রাজা চার্লস এবং রানি ক্যামিলার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা সফরের সময় তারা দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজসহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে পার্লামেন্ট হাউসেই ঘটে গেছে এই আলোচিত ঘটনা। পার্লামেন্ট হাউসের পেছন দিক থেকে স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প রাজা চার্লস এবং রানি ক্যামিলার উদ্দেশে চিৎকার করে বলেন, আমাদের জমি ফেরত দিন, আপনারা যা চুরি করেছেন তা ফেরত দিন।

ভাষণের সময়, চার্লস অস্ট্রেলিয়ার আদিবাসী জাতিগুলোর মানুষের কথা উল্লেখ করেন, যারা ব্রিটিশ উপনিবেশ স্থাপনকারীদের আগমনের কয়েক হাজার বছর আগে থেকে সেই ভূমিতে বসবাস করছিলেন। চার্লস বলেন, আমার জীবনের প্রতিটি ধাপে, অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষ আমাকে তাদের গল্প এবং সংস্কৃতির ভাগীদার করার অসামান্য সম্মান দিয়েছেন। আমি শুধু বলতে পারি, ঐতিহ্যবাহী এই জ্ঞানের দ্বারা আমার নিজস্ব অভিজ্ঞতা কতটা প্রভাবিত এবং শক্তিশালী হয়েছে।

এর আগে, পার্লামেন্ট হাউসের বাইরে রাজপরিবারের সম্মানার্থে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী আদিবাসী সংস্কৃতি উপস্থাপন করে অনুষ্ঠিত হয় স্বাগত অনুষ্ঠান। তবে দেশটির অনেক আদিবাসী সম্প্রদায়কেই সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।

অস্ট্রেলিয়ায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনকারীদের আগমনের ফলে দেশের শত শত স্থানে আদিবাসীদের গণহত্যা হয়েছিল, যা ১৯৩০ এর দশক পর্যন্ত চলতে থাকে। দেশটির আদিবাসীরা এখনো বর্ণবাদ এবং কাঠামোগত বৈষম্যের শিকার। দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে চলা বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে।

ডিজ্যাব ওয়ারুং গুনাই গান্ডিজমারা আদিবাসী গোষ্ঠীর নারী সিনেটর থর্প। তিনি দীর্ঘদিন ধরে একটি চুক্তির পক্ষে প্রচার চালিয়ে আসছেন এবং ব্রিটিশ রাজতন্ত্রের প্রতি তার তীব্র আপত্তি আগেও প্রকাশ করেছেন।

অস্ট্রেলিয়ার আদিবাসী জনগণ কখনোই তাদের সার্বভৌমত্ব ছেড়ে দেয়নি এবং ব্রিটিশদের সঙ্গে কোনো চুক্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। অস্ট্রেলিয়া এখনো একটি কমনওয়েলথভুক্ত দেশ, যার রাষ্ট্রপ্রধান রাজা।

২০২২ সালে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে, থর্প অস্ট্রেলিয়ার তখনকার রাষ্ট্রপ্রধানকে ‘উপনিবেশবাদী মহামান্য রানি দ্বিতীয় এলিজাবেথ’ বলে উল্লেখ করেছিলেন। এ কারণে তাকে পুনরায় শপথ নিতে বলা হয়েছিল।

তিনি আবার শপথ নেন, তবে এক হাত মুষ্টিবদ্ধ করে উপরে তুলে।

চার্লসের উদ্দেশে চিৎকার করার আগে, থর্প ‘গড সেভ দ্য কিং’ গানটির সময় তার পিঠ ঘুরিয়ে দাঁড়ান বলে অস্ট্রেলিয়ান গণমাধ্যমে বলা হয়। ছবিতে তাকে একটি পসাম-ফার কোট পরে থাকতে দেখা যায়।

গ্রিনস পার্টি এক বিবৃতিতে বলেছে যে, রাজার উপস্থিতি কিছু মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা হলেও অনেক আদিবাসীর কাছে এটি ব্রিটিশ উপনিবেশবাদের চলমান আঘাত এবং ফলাফলের এক চাক্ষুষ স্মারক।

বিবৃতিতে গ্রিনস সিনেটর ও ইয়ামাতজি নুনগা গোষ্ঠীর নারী ডোরিন্ডা কক্স চার্লসের প্রতি আদিবাসীদের স্বীকৃতির আহ্বান জানিয়ে বলেন, এখন তাকে ইতিহাসের সঠিক পাশে থাকতে হবে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ান মনার্কিস্ট লীগ থর্পের পদত্যাগ দাবি করে বলেছে, থর্প শিশুসুলভ কাজ করেছেন।

রাজা চার্লস ও রানি ক্যামিলা এই বিতর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, চার্লস নিজের স্বাস্থ্যের চ্যালেঞ্জ সত্ত্বেও জনসেবায় নিয়োজিত আছেন। তাই আমি মনে করি তিনি একটি দারুণ কাজ করছেন।

আরও