তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে ইসরায়েলি হামলা, লক্ষ্যবস্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ও

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ‘বিদেশী শাখা’ ধরা হয় এই কুদস ফোর্সকে। লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে মিত্র মিলিশিয়াদের ওপর কুদস ফোর্সের ব্যাপক প্রভাব রয়েছে।

ইরানের রাজধানী তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে এ কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর টাইমস অব ইসরায়েল।

ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ‘বিদেশী শাখা’ ধরা হয় এই কুদস ফোর্সকে। লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে মিত্র মিলিশিয়াদের ওপর কুদস ফোর্সের ব্যাপক প্রভাব রয়েছে।

তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে ইসরায়েলি হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।

এদিকে রোববার বিকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল। রাতে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ ইসরায়েলি হামলার তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে তিনি জানান, রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে হামলা চালিয়েছিল ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, তারা তেহরানের অস্ত্র উৎপাদন ক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ইরানের আইআরজিসি ও সামরিক লক্ষ্যবস্তুতে রোববার নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), গার্ডস কুদস ফোর্স ও ইরানের সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আরো জানায়, ইরানজুড়ে অসংখ্য অস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

আরও