লস অ্যাঞ্জেলেস দাবানল

আগুন আরো বাড়ার শঙ্কা, মৃতের সংখ্যা বেড়ে ১৬

মার্কিন গণমাধ্যম ইউএস টুডে বলছে, অগ্নিনির্বাপণকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, পরের সপ্তাহের শুরুতে তীব্র বাতাস হতে পারে। এতে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

এখনো ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। এ পর্যন্ত দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া, আগুনে পুড়ে গেছে অন্তত ১০ হাজার অবকাঠামো। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহরটির আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এ সপ্তাহের শেষের দিকে দ্রুতগতিতে ফিরে আসতে পারে শুকনো বাতাস, যা দাবানলকে আরো উস্কে দিতে পারে। খবর দ্য গার্ডিয়ান।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা এনডব্লিউএস জরুরি ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতা জারি করেছে, যার অর্থ হলো— দাবানলের পরিস্থিতি বিপজ্জনক। তারা জানিয়েছে যে, শুক্রবার সকাল পর্যন্ত মাঝারি থেকে শক্তিশালী বাতাস এবং কম আর্দ্রতা বজায় থাকবে, যখন পাঁচটি দাবানল মেট্রোপলিটন এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।

ম্যালিবু প্যাসিফিক প্যালিসেডস চেম্বার অব কমার্সের প্রধান বারবারা ব্রুডারলিন এই দাবানলের প্রভাবকে ‘ভয়াবহ ধ্বংসকারী’ হিসেবে বর্ণনা করে বলেছেন, কিছু এলাকায় সবকিছু শেষ হয়ে গেছে। কাঠের একটি টুকরোও বাকি নেই। কেবল মাটি পড়ে আছে।

দাবানলের পর ধ্বংসস্তূপে পরিণত লস অ্যাঞ্জেলেস

মার্কিন গণমাধ্যম ইউএস টুডে বলছে, অগ্নিনির্বাপণকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে। তবে কর্মকর্তারা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, পরের সপ্তাহের শুরুতে তীব্র বাতাস হতে পারে। এতে তাদের অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।

রয়টার্স জানায়, লস অ্যাঞ্জেলেসের ৪টি এলাকায় এখনো আগুন জ্বলছে। নতুন করে আরো ১ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় এক লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে সতর্কতা জারি করা হয়েছে।

এই সংকটের প্রথম ২৪ ঘণ্টায় শহরে অনুপস্থিত থাকার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস। হোয়াইট হাউসের একটি সরকারি প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি ঘানায় ছিলেন। ২০২২ সালের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা রিক কারুসোসহ ডানপন্থী রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে আক্রমণ করেছে। এছাড়াও, বামপন্থী সমালোচকরা অভিযোগ করেছেন যে, তিনি পুলিশের বাজেট বাড়ানোর জন্য অগ্নিনির্বাপণের বাজেট কমিয়েছেন।

আরও