ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ চতুর্থ দিনে গড়িয়েছে। এরই মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের ৩০ শতাংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করে ফেলেছে। খবর আল জাজিরার।
এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানান, ৫০টিরও বেশি যুদ্ধবিমান ও অন্য সামরিক বিমান একযোগে হামলা চালিয়ে ১২০টিরও বেশি ভূমি-ভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম ধ্বংস করেছে। এটি ইরানি সরকারের মোট ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ লঞ্চারের এক-তৃতীয়াংশ।
ডেফরিন আরো দাবি করেন, টানা কয়েকদিন ধরে ইরানের আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আঘাত হানার পর এখন ইসরায়েলি বিমানবাহিনী তেহরান থেকে পশ্চিম ইরান পর্যন্ত আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
তিনি বলেন, এখন আমরা দৃঢ়ভাবে বলতে পারি, তেহরানের আকাশসীমায় আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই দাবি যদি সত্য হয়, তবে তা ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধাক্কা। তবে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি এই দাবির প্রতিক্রিয়া জানায়নি।