জার্মানির জলসীমায় আটকা পড়া তেলবাহী জাহাজ রাশিয়ার ‘ছায়া নৌবহরের’ অংশ বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতাভুক্ত একগুচ্ছ জাহাজ হচ্ছে ছায়া নৌবহর। জার্মান কর্তৃপক্ষের দাবি, পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা এড়াতে জাহাজটি ব্যবহার করছে রাশিয়া। জার্মানির সামুদ্রিক কর্তৃপক্ষ সিসিএমই শুক্রবার জানিয়েছে, পানামার পতাকাবাহী ইভেন্টিন নামের একটি জাহাজ বিদ্যুৎ ও নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। এ কারণে জাহাজটিকে স্থিতিশীল রাখতে টাগবোট পাঠানো হয়। জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিষেধাজ্ঞা এড়িয়ে পুরনো জাহাজ ব্যবহার করে ইউরোপের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছেন। খবর বিবিসি