বাইডেন-শি বৈঠক

ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার চীনা প্রেসিডেন্টের

চীনা প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বেইজিংয়ের যে লক্ষ্য রয়েছে তা অপরিবর্তিত থাকবে। যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে ও মতপার্থক্য দূর করতে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে শেষ বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। গতকাল শনিবার (১৬ নভেম্বর) পেরুতে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) বার্ষিক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার সাক্ষাৎ হয়। সেখানে তারা বাইডেনের চার বছরের শাসনকালে সম্পর্কের ‘উত্থান-পতন’ সম্পর্কে আলোচনা করেন। তবে উভয়ই বাণিজ্য ও তাইওয়ানের মতো ইস্যুতে অস্থিরতা হ্রাসে অগ্রগতির কথা তুলে ধরেন। খবর বিবিসি।

বিশ্লেষকরা বলছেন, চীনা আমদানির ওপর শুল্ক বাড়ানোর প্রতিশ্রুতিসহ নানা কারণে ট্রাম্প দুই মাসের মধ্যে ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক আরো অস্থিতিশীল হয়ে উঠতে পারে। কারণ, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প চীনা পণ্য আমদানিতে ৬০ শতাংশ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, তিনি পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিভাগের নেতৃত্ব দেয়ার জন্য চীনের সমালোচক হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও বেছে নিয়েছেন।

চীনা প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বেইজিংয়ের যে লক্ষ্য রয়েছে তা অপরিবর্তিত থাকবে। যোগাযোগ বজায় রাখতে, সহযোগিতা বাড়াতে ও মতপার্থক্য দূর করতে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন।

বাইডেন বলেন, ‘দুই পরাশক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতা যেন যুদ্ধে রূপ না নেয়। আমাদের দুই দেশই এই প্রতিযোগিতার কোনোটিকেই সংঘাতে পরিণত হতে দিতে পারে না। এটা আমাদের দায়িত্ব এবং গত চার বছরে আমরা প্রমাণ করতে পেরেছি— এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব।’

আরও