ভানুয়াতুতে আঘাত হানা ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের উদ্ধারে তৎপরতা চলছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০০ জন। রাতভর শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে। খবর বিবিসি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সংঘটিত হওয়া এ ভূমিকম্পে রাজধানী পোর্ট ভিলাসহ বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বিভিন্ন দেশের দূতাবাস, সরকারি ভবন ও ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নির্বিঘ্ন করতে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে ভানুয়াতু প্রশাসন।
সরকারি তথ্য অনুযায়ী, রাজধানী পোর্ট ভিলার হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। একটি ভূমিধসে ছয়জন এবং ধসে পড়া একটি তিনতলা ভবনে আরো চারজন নিহত হয়েছেন। সেখানে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিহতদের মধ্যে দুইজন চীনা নাগরিকও রয়েছেন।
ভানুয়াতু পুলিশ ও রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পোর্ট ভিলায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সড়কে ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়েছে এবং কিছু সড়ক ফেটে গেছে। মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে বেরিয়েছে।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) তথ্যমতে, এই ভূমিকম্পের প্রভাবের শিকার হতে পারে প্রায় ১ লাখ ১৬ হাজার মানুষ।
প্রতিবেশী অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে। অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, তারা উদ্ধারকারী দল পাঠাবে।