লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বাথ পার্টির কার্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন। লেবানিজ একটি নিরাপত্তা সূত্রের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাস আল-নাবা এলাকায় হামলায় মোহাম্মদ আফিফ নিহত হয়েছেন বলে ওই নিরাপত্তা সূত্র জানিয়েছে। লেবাননের অফিসিয়াল ন্যাশনাল নিউজ এজেন্সি বলেছে, বাথ পার্টির লেবানিজ শাখার সেক্রেটারি আলী হিজাজি হিজবুল্লাহর মিডিয়া কর্মকর্তা আফিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আফিফ হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। কয়েক বছর ধরেই আফিফ হিজবুল্লাহর মিডিয়া সম্পর্ক ও মুখপাত্রের দায়িত্বে ছিলেন এবং স্থানীয় ও বিদেশী সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহ করতেন। ২০০৬ সালে যখন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়, তখন তিনি হিজবুল্লাহর টেলিভিশন চ্যানেল আল-মানারের তথ্য পরিচালক ছিলেন।
ইসরায়েলি হামলায় হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর, আফিফ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে বেশ কয়েকটি সংবাদ সম্মেলন করেন। এর মধ্যে একটি ছিল গত মাসে, যেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হিজবুল্লাহর ড্রোন ছোড়ার কথা জানান। সে সময় ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে যে, নিকটস্থ একটি ভবনে হামলা চালানো হবে। তখন সংবাদ সম্মেলনটি সংক্ষিপ্ত করা হয় এবং আফিফ বলেন, ‘বোমা হামলা আমাদের ভয় দেখাতে পারেনি, তাহলে হুমকি কীভাবে দেবে?’
ইসরায়েলের পূর্ববর্তী হামলায় নিহত হিজবুল্লাহর শীর্ষ নেতাদের মধ্যে শুধু নাসরাল্লাহ নয়, সাবেক প্রধানের উত্তরসূরি হিসেবে আলোচিত হাসেম সাফিয়েদ্দিনও ছিলেন।