দক্ষিণ অস্ট্রেলিয়ার সৈকতে রহস্যজনক ফেনা, অসুস্থ শতাধিক সার্ফার

স্থানীয় সার্ফাররা জানিয়েছেন, তাদের ঝাপসা দৃষ্টি হয়ে এসেছে। কাশি, চোখে চুলকানি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা।

দক্ষিণ অস্ট্রেলিয়ার একটি সৈকতে রহস্যজনক ফেনার কারণে ১০০ জনের বেশি সার্ফার অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া, মৃত্যু ঘটেছে লিফি সি ড্রাগন, মাছ ও অক্টোপাসের। এ ঘটনার পর ওয়েটপিঙ্গা ও পারসনস সৈকত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, গরম আবহাওয়া, শান্ত পানি ও সামুদ্রিক তাপপ্রবাহের কারণে মাইক্রোঅ্যালগাল ব্লুম সৃষ্টি বা পানির মধ্যে ক্ষুদ্র শৈবালের (অ্যালগি) সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়ে এই ফেনা তৈরি হয়েছে।

স্থানীয় সার্ফাররা জানিয়েছেন, তাদের ঝাপসা দৃষ্টি হয়ে এসেছে। কাশি, চোখে চুলকানি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা। সার্ফার অ্যান্থনি রোল্যান্ড বলেন, সৈকত জুড়ে ঘন হলুদ ও সবুজ রঙের পিচ্ছিল ফেনা ছড়িয়ে আছে।

তিনি সৈকতে ভেসে আসা মৃত সামুদ্রিক প্রাণীর ছবি পোস্ট করেছেন— যার মধ্যে রয়েছে বিরল লিফি সি ড্রাগন, মাছ ও অক্টোপাস।

স্থানীয় পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সৈকত বন্ধ রাখা হয়েছে এবং পানির নমুনা পরীক্ষা করা হচ্ছে।

কর্তৃপক্ষের মতে, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা ও শান্ত পানির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়া বর্তমানে খরার কবলে পড়েছে। সাম্প্রতিক হয়ে তীব্র তাপদাহ চলছে সেখানে।

আরও