ইসরায়েলি হামলায় ইরানের আজারবাইজানে ৩০ সেনাসদস্য নিহত

পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বেহরাম সারমাস্ত রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে জানান, শুক্রবার প্রদেশজুড়ে মোট ১৯টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। যার মধ্যে সবচেয়ে বেশি আঘাত হানে তাবরিজ শহরে।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর–পশ্চিমে ইসরায়েলি হামলায় অন্তত ৩০ জন সামরিক সদস্য, রেড ক্রিসেন্টের এক কর্মীসহ ৩৫জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৫৫ জন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শনিবার এই তথ্য জানিয়েছে।

পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বেহরাম সারমাস্ত রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে জানান, শুক্রবার প্রদেশজুড়ে মোট ১৯টি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। যার মধ্যে সবচেয়ে বেশি আঘাত হানে তাবরিজ শহরে।

তাবরিজে অন্তত ১২টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানান তিনি। এছাড়া বোস্তানাবাদ, শাবেস্তার, আজারশাহর, মারাগেহ ও তুর্কমেনচায় এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে সরকারি টিভি চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে দুজন নিহত হন। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা, সামরিক কমান্ডার ও বিজ্ঞানীদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় বলে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতেই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আরও