রহস্যময় কালো বলের উপস্থিতি, সিডনির চার সৈকত বন্ধ ঘোষণা

উপাদানটি কী তা এই মুহূর্তে অজানা, তবে এটি 'টার বল' হতে পারে যা তেল ময়লা ও পানির সংস্পর্শে এলে গঠিত হয়।

পূর্ব সিডনির কুগি সৈকতজুড়ে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) লাইফ গার্ডরা টেনিস বলের আকৃতির শত শত অচেনা বস্তু পাওয়ার পর সৈকতটি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়েছে।

রহস্যময় এবং অচেনা অগণিত কালো কালো বলের আকৃতির বস্তু ভেসে এসেছে সিডনির একাধিক সৈকতে। প্রথমে পূর্ব সিডনির কুগি সৈকতে এ অজানা বস্তুর দেখা মিলেছিল। তখন সৈকতটি বন্ধের পর আরো তিনটি সৈকতে এই বলের আকৃতির বস্তুর সন্ধান পাওয়া যায়। চারটি সৈকতই জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর সিডনি মর্নিং হেরাল্ড।

পূর্ব সিডনির কুগি সৈকতজুড়ে গত মঙ্গলবার (১৫ অক্টোবর) লাইফ গার্ডরা টেনিস বলের আকৃতির শত শত অচেনা বস্তু পাওয়ার পর সৈকতটি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরুর নির্দেশ দেয়া হয়েছে।

সিটি কাউন্সিল আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জানিয়েছে যে, তারা নর্থ মারুবা এবং ক্লোভলি সৈকত বন্ধ করে দিয়েছে। কুগি এবং গর্ডন্স বেও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সিটি কাউন্সিল মঙ্গলবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে একটি পোস্টে জানিয়েছে যে, পরিবেশ বিভাগের কর্মকর্তারা নমুনা সংগ্রহ করেছেন এবং উপাদানের উৎস ও গঠন পরীক্ষা করার জন্য তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। উপাদানটি কী তা এই মুহূর্তে অজানা, তবে এটি 'টার বল' হতে পারে যা তেল ময়লা ও পানির সংস্পর্শে এলে গঠিত হয়। এই টার বল সাধারণত তেল ছড়িয়ে পড়া বা তেল নিঃসরণের ফল তৈরি হয়।

ইনস্টাগ্রাম পোস্টে দেখা গেছে, মঙ্গলবার শেষ বিকালের আলোতে বলগুলো সৈকতজুড়ে ছড়িয়ে আছে। স্থানীয় র‍্যান্ডউইক সিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সৈকতটি বন্ধ থাকবে।

কাউন্সিল আরো জানিয়েছে যে, তারা অন্যান্য সৈকতগুলোও পরীক্ষা করেছে এবং এই মুহূর্তে শুধুমাত্র কুগি সৈকতেই এই বলের আকৃতির বস্তুর দেখা পাওয়া গেছে।

র‍্যান্ডউইক সিটি মেয়র ডিলান পার্কার বলেছেন, বলগুলো যদি তেল দিয়ে তৈরি হয় তাহলে তা ক্যান্সার সৃষ্টিকারী হতে পারে। ফলে জনসাধারণকে তা স্পর্শ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

সৈকতের কাছাকাছি সম্প্রতি কোনো তেল ছড়িয়ে পড়ার ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

আরও