সিএনএনের প্রতিবেদন

যুক্তরাষ্ট্রের মদদে কয়েক সপ্তাহ চলবে ইরান-ইসরায়েল সংঘাত

হোয়াইট হাউজ ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 'প্রাইভেট' আলোচনায় কয়েক সপ্তাহব্যাপী এই অভিযানের বিষয়ে কোনো আপত্তি জানায়নি।

ইরানে ইসরায়েলের এই অভিযান কয়েক সপ্তাহব্যাপী চলবে। এটি যুক্তরাষ্ট্রের পরোক্ষ সমর্থনে চলবে বলে সূত্রের বরাতে নিশ্চিত করেছে সিএনএন। হোয়াইট হাউজ ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 'প্রাইভেট' আলোচনায় কয়েক সপ্তাহব্যাপী এই অভিযানের বিষয়ে কোনো আপত্তি জানায়নি। ট্রাম্প প্রশাসন দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকটের সমাধান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্ভব।

যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাত থামতে পারে। দুই দেশের মধ্যে চুক্তি করিয়ে দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথাই জানিয়েছেন তিনি।

পোস্টে ট্রাম্প জানান, শনিবার রাতে ইরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কিছুই করার নেই। কারণ, তেহরানে ইসরায়েলের হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদেশগুলো কোনো সহায়তা করছে না বলে অভিযোগ জানিয়েছে ইরান। সেইসঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সেখানে আরো যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, ওই অঞ্চলজুড়ে জরুরি সহায়তা দেয়ার জন্যই যুদ্ধবিমান পাঠানো হবে। সেখানে থাকা নিজেদের সম্পদ ও অবকাঠামো রক্ষা করবে এসব যুদ্ধবিমান। তবে সেগুলো যে ইসরাইলকে সহায়তা করবে না সে সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

আরও