অভিশংসনের মুখে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার স্থলে অবসরপ্রাপ্ত চার তারকা জেনারেল এবং সৌদি আরবে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা চোই বিয়ং হিউককে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন ইউন সুক-ইওল। খবর পলিটিকো।
সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর থেকে প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের কোনো প্রকাশ্য উপস্থিতি দেখা যায়নি। প্রতিরক্ষা মন্ত্রীর পদত্যাগ সম্পর্কেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সামরিক আইন জারির পর বিরোধী দলগুলোর প্রেসিডেন্টকে অভিসংশনের ডাক দেয়ার পর গতকাল বুধবার (৪ ডিসেম্বর) পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। দক্ষিণ কোরিয়ায় ৬ ঘণ্টার জন্য সামরিক আইন আরোপের ঘটনায় প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রী উভয়ের বিরুদ্ধেই অভিশংসনের পদক্ষেপ নিয়েছে বিরোধী দলগুলো।
ইউনের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আজ সকালে সংসদীয় অধিবেশনে উত্থাপন করা হয়। যার অর্থ, প্রস্তাবটি শুক্রবার থেকে রোববারের মধ্যে ভোটে তোলা যেতে পারে। আইন অনুসারে, প্রস্তাবটি সংসদে উত্থাপনের ৭২ ঘণ্টার মধ্যে ভোট না হলে তা বাতিল হয়ে যাবে। ন্যাশনাল অ্যাসেম্বলির কর্মকর্তাদের মতে, বর্তমান প্রস্তাব বাতিল বা ভোটে পরাজিত হলে বিরোধী দলগুলো আবার নতুন করে অভিশংসন প্রস্তাব পেশ করতে পারে।