লস অ্যাঞ্জেলেসে দাবানল

বায়ুর গুণমান কমেছে, বেড়েছে স্বাস্থ্যঝুঁকি

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের কারণে বাতাসে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলের কারণে বাতাসে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। শহরের বিভিন্ন এলাকায় শ্বাস-প্রশ্বাসে সমস্যা সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি বাতাসের গুণমান খারাপ হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি সুরক্ষা হিসেবে ক্ষতিগ্রস্তদের জন্য এন৯৫ মাস্ক বিতরণ করা হচ্ছে। খবর রয়টার্স।

গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে দাবানল চলাকালে ধোঁয়া বাতাসে ছড়িয়ে পড়ায় কর্মকর্তারা বায়ুর মান নিয়ে সতর্কতা জারি করেন। পাশাপাশি স্কুলগুলোর ক্লাস বাতিল করা হয়। বিজ্ঞানীরা দাবানলের ধোঁয়ার বিপজ্জনক ও প্রাণঘাতী পরিণতি সম্পর্কে সতর্ক করেন।

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরের চারপাশে বাসিন্দারা বাতাস নিয়ে চিন্তিত হয়ে পড়ে। কারণ ছাই, কালো ধোঁয়া ও দাবানলের কারণে ফুসফুসে জ্বালাপোড়া শুরু হয়। তাছাড়া দাবানলের কারণে ১০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শহরটির বেশ কয়েকটি বড় দোকানে এয়ার পিউরিফায়ার শেষ হয়ে গেছে। অন্যদিকে ধোঁয়া থেকে রক্ষা পেতে কিছু বাসিন্দাদের ঘরের জানালায় টেপ লাগাতে দেখা গেছে। লস অ্যাঞ্জেলেসের কর্মকর্তারা ধোঁয়া দেখা যাচ্ছে এমন এলাকায় লোকজনকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছেন।

কিছু জায়গায় পরিস্থিতির উন্নতি হলেও এখনো বায়ুর মানের বিষয়ে সতর্কতা কার্যকর অবস্থায় রয়েছে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, বাতাসে বিপজ্জনক ক্ষুদ্র কণিকা চার গুণেরও বেশি পাওয়া গেছে।

অস্থায়ী আশ্রয়ে পরিণত করা পাসাডেনা কনভেনশন সেন্টারে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাহায্যকর্মীরা এন৯৫ মাস্ক বিতরণ করেছেন। ইমার্জেন্সি রেসপন্স প্রোগ্রামের ব্যবস্থাপক সানি লি বলেন, ‘গৃহহীনরা বিশেষ করে দূষিত বাতাসের ঝুঁকিতে রয়েছে। তাদের যাওয়ার কোনো জায়গা নেই। মাস্ক না থাকায় তারা বাইরে খারাপ বায়ু মানে আরো বেশি কষ্ট পাচ্ছিল। এজন্য তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।’

আরও