চীনে গাড়ি চাপায় অন্তত ৩৫ জন নিহত, আহত ৪৩

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঝুহাই স্পোর্টস সেন্টারে একটি গুরুতর ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি গাড়ি চালিয়ে ব্যায়ামরত মানুষদের ওপর তুলে দেয়। এতে ৩৫ জনের মৃত্যু এবং ৪৩ জন আহত হন।

চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাই শহরে একটি স্পোর্টস সেন্টারের বাইরে ব্যায়ামরতদের ওপর একটি গাড়ি আছড়ে পড়লে অন্তত ৩৫ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে আজ জানিয়েছে চীনা রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলেই গাড়ির চালককে আটক করা হয়েছে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঝুহাই স্পোর্টস সেন্টারে একটি গুরুতর ও নৃশংস হামলার ঘটনা ঘটেছে। সেখানে সন্দেহভাজন ব্যক্তি গাড়ি চালিয়ে ব্যায়ামরত মানুষদের ওপর তুলে দেয়। এতে ৩৫ জনের মৃত্যু এবং ৪৩ জন আহত হন।

৬২ বছর বয়সী গাড়িচালককে গ্রেফতার করা হয়েছে বলে হংকংভিত্তিক সংবাদমাধ্যম মিং পাও জানিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ গুয়াংডং প্রদেশের ম্যাকাও সীমান্তবর্তী শহরে। মিং পাও জানিয়েছে, সন্দেহভাজনের উদ্দেশ্য এখনো প্রকাশ করা হয়নি। স্পোর্টস সেন্টারটি স্থানীয় দৌড়বিদদের কাছে এবং হাঁটার জন্য জনপ্রিয় একটি জায়গা। সেখানে ব্যক্তিগত গাড়ি প্রবেশ নিষিদ্ধ।

দুর্ঘটনার পরপরই অনলাইনে পোস্ট করা ভিডিওগুলোতে রক্তের মধ্যে অনেক মানুষকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে সোমবার রাতের মধ্যেই চীনা সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা ছবি ও ফুটেজ মুছে ফেলা হয়। ধারণা করা হচ্ছে যে, শহরটিতে একটি বিমান প্রদর্শনী শুরু হবে বলে কর্তৃপক্ষ এসব তথ্য নিয়ন্ত্রণ করছিল।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে জনসাধারণের ওপর একাধিক সহিংস হামলার ঘটনা ঘটেছে। সেপ্টেম্বরে সাংহাইয়ের একটি সুপারমার্কেটে এক ব্যক্তি ছুরিকাঘাত করে তিনজনকে হত্যা এবং বেশ কয়েকজনকে আহত করে। একই মাসে, দক্ষিণ চীনে একটি স্কুলের কাছে ছুরিকাঘাতে এক ১০ বছর বয়সী জাপানি শিক্ষার্থীর মৃত্যু হয়।

আরও