পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

নিহত ব্যক্তিদের সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। তবে বেলুচিস্তানে বেলুচ ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং পাকিস্তানি তালেবানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অঞ্চলটি দীর্ঘদিন ধরে বিদ্রোহের কেন্দ্রস্থল, যেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মূলত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী সোমবার (১৩ জানুয়ারি) বেলুচিস্তানের একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে ২৭ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর এপি।

দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী এবং নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের খুঁজছিল।

অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জব্দ এবং একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, নিরাপত্তা বাহিনী বেলুচিস্তানের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ক্ষতি সাধনের চেষ্টাকারীদের ধ্বংস করতে দৃঢ় প্রতিজ্ঞ।

নিহত ব্যক্তিদের সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি। তবে বেলুচিস্তানে বেলুচ ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং পাকিস্তানি তালেবানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অঞ্চলটি দীর্ঘদিন ধরে বিদ্রোহের কেন্দ্রস্থল, যেখানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো মূলত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।

বিচ্ছিন্নতাবাদীরা কেন্দ্রীয় সরকার থেকে স্বাধীনতা দাবি করছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী কয়েকটি গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে পরিচিত দ্য বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। স্বাধীন বেলুচিস্তানের দাবিতে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে প্রায়ই তাদের সংঘর্ষের খবর পাওয়া যায়।

আরও