ইসরায়েলি সামরিক আগ্রাসনের মধ্যেও ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সোমবার (১৬জুন) এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি এ তথ্য জানিয়েছেন। খবর তাসনিম নিউজ।
সংবাদ সম্মেলনে ইসমাইল বাকায়ি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ অনুযায়ী ইরানের এ কর্মসূচি আন্তর্জাতিকভাবে বৈধতা পেয়েছে, তা বাতিলের কোনো সুযোগ নেই।
ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ‘ইতিহাসে বিপজ্জনক নজির’ হিসেবে উল্লেখ করে বাকায়ি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করে তেলআবিব আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এ হামলা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-কেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
ইরানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বাকায়ি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ। যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর তদারকির আওতায় পরিচালিত হচ্ছে। এর পেছনে সন্দেহপ্রবণ কোনো কার্যকলাপের সুযোগ নেই।
তিনি বলেন, ইরানের পারমাণবিক অধিকার একটি আন্তর্জাতিক স্বীকৃত বাস্তবতা। নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১ অনুযায়ী এ অধিকার ছিনিয়ে নেয়ার কোনো সুযোগ বা যুক্তি নেই। আমাদের কর্মসূচি বেঁচে আছে ও চলমান থাকবে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য ইরানের তরফ থেকে স্পষ্ট বার্তা যে সামরিক চাপের মুখেও তারা তাদের পারমাণবিক পরিকল্পনা থেকে সরে আসছে না।