ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় নতুন কোনো ক্ষতির চিহ্ন নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সোমবার (১৬ জুন) জরুরি বৈঠকে সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, নাতাঞ্জ ও ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে নতুন কোনো ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। খবর আল জাজিরা।
ভিয়েনায় সংস্থার পরিচালনা পর্ষদের সভায় বক্তব্য দিতে গিয়ে গ্রোসি বলেন, সংস্থার প্রতিনিধি ইরানে উপস্থিত রয়েছে এবং থাকবে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই নিরীক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা হবে, যা ইরানের এনপিটি নিরাপত্তা বাধ্যবাধকতার আওতায় অব্যাহত রাখা জরুরি।
এর আগে তিনি জানিয়েছিলেন, ইসরায়েলি হামলায় নাতাঞ্জে অবস্থিত উপরিভাগের পাইলট এনরিচমেন্ট প্ল্যান্ট ধ্বংস হয়ে গেছে। এছাড়াও ফোর্দো ও ইসফাহান কেন্দ্রেও হামলার খবর দিয়েছে তেহরান।
তিনি আরো বলেন, নাতাঞ্জে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সেন্ট্রিফিউজ পরিচালনার জন্য ব্যবহৃত ক্যাসকেড হলে প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত কেন্দ্রটির বাইরের রেডিওঅ্যাক্টিভিটির মাত্রা স্বাভাবিক ও অপরিবর্তিত রয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঘোষণার ফলে আন্তর্জাতিক উদ্বেগ কিছুটা প্রশমিত হতে পারে। তবে ইরান-ইসরায়েল সংঘর্ষের মধ্যে পারমাণবিক স্থাপনাগুলো ঘিরে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা এখনও পুরোপুরি কাটেনি।