পর্নো তারকাকে ঘুসের মামলায় কারাদণ্ড-জরিমানা হয়নি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে পর্নো তারকাকে ঘুস দেয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দণ্ড দিয়েছেন আদালত।

যুক্তরাষ্ট্রে পর্নো তারকাকে ঘুস দেয়ার তথ্য গোপনের মামলায় দোষী সাব্যস্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দণ্ড দিয়েছেন আদালত। তাকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে ‘নিঃশর্ত অব্যাহতি’ দেয়া হয়েছে। নিউইয়র্কের বিচারক হুয়ান মারচান এ দণ্ড ঘোষণা করেন। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ঘুস দেয়ার ঘটনায় ব্যবসায়িক নথি জালিয়াতি। মে মাসে ৩৪টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তবে ‘নিঃশর্ত অব্যাহতি’ বা ‘আনকন্ডিশনাল ডিসচার্জ’ অনুযায়ী, তার দোষী সাব্যস্ত হওয়া রেকর্ডে থাকবে, কিন্তু তাকে কারাদণ্ড, জরিমানা বা পর্যবেক্ষণের মুখোমুখি হতে হবে না। খবর আল জাজিরা

আরও