ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার মধ্য দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের চতুর্থ দিন শুরু হয়েছে। খবর দ্য টেলিগ্রাফ।
তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হ্যাকাবি জানান, ইরানের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের আঘাতে দূতাবাস ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে। তবে কোনো মার্কিন কূটনীতিক আহত হননি।
ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং উত্তরাঞ্চলীয় হাইফা শহরে ইরানের পরিচালিত ভোররাতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান যদি মার্কিন স্থাপনায় হামলা চালায়, তবে আমেরিকার পূর্ণ সামরিক শক্তি দিয়ে এর জবাব দেয়া হবে।
তবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এরইমধ্যে ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে সক্রিয়ভাবে সহযোগিতা করছে। ফলে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে কি না তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েই চলেছে।
এদিকে, ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে এক রাতেই ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইরান যে পিছু হটার কোনো পরিকল্পনা করছে না, তা এই হামলা থেকেই পরিষ্কার।