দক্ষিণ কোরিয়ার বুসানের একটি বিমানবন্দরে এয়ার বুসানের একটি বিমানে আকস্মিকভাবে আগুন ধরে যায়।
গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ড ঘটে।
সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপের উদ্ধৃতি দিয়ে ‘নিউইয়র্ক টাইমস’ এ খবর জানায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই বিমানের সব যাত্রী ও ক্রুদের সরিয়ে নেয়া হয়েছে।
স্থানীয় দমকল বাহিনীর কর্মকর্তারা সংবাদ সংস্থাকে জানান, বিমানটি গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ আগে বিমানটির লেজে হঠাৎ আগুন ধরে যায়।
এদিকে বুসান দমকল বিভাগ জানায়, ১৬৯ জন যাত্রী ও ৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে. ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং বিমান থেকে ধোঁয়া বের হচ্ছে।
তবে কীভাবে বিমানটিতে আগুন লেগেছে সেসম্পর্কে এখনো কিছু জানা যায়নি।