আইন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন জিনাত আরা

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা।

আইন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা।

বুধবার (২ অক্টোবর) তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ।

এছাড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের আরো দুটি প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাঈমা হককে আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।  

চেয়ারম্যান ও সদস্যদের তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

আরও