বাংলাদেশ সাবমেরিন কেবলের দর বেড়েছে ৯.৯৮%

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির শেয়ারদর গতকাল ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির শেয়ারদর গতকাল ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার। এদিন কোম্পানিটির ৪ লাখ ৮৬ হাজার ৭৬২টি শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে বাংলাদেশ সাবমেরিন কেবলের শেয়ার দিনভর ১৩৪ টাকা ৮০ থেকে ১৪৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে কোম্পানিটির শেয়ার ৯৮ টাকা ৫০ থেকে ২১৮ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) বিএসসিপিএলসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১২ টাকা ৭০ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯২ টাকা ১৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসিপিএলসি। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। ২০২০-২১ হিসাব বছরে  ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসসিপিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১৬৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০। এর মধ্যে সরকারের কাছে রয়েছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫ দশমিক ৭২, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৭০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।

আরও