আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশরাফুল হক

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. মো. আশরাফুল হক।

আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. মো. আশরাফুল হক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। গত ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের ব্যাপারে জানানো হয়।

ড. আশরাফুল হক এর আগে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফান্ডল্যান্ড থেকে এমএসসি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ থেকে বিএসসি (সম্মান) ডিগ্রি লাভ করেন।

তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে সিলেকশন বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করেছেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দায়িত্বরত আছেন।

তিনি ১০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র পাওয়ার কনভার্টার, মোটর ড্রাইভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। বর্তমানে তিনি নবায়নযোগ্য শক্তিতে পাওয়ার ইলেকট্রনিক্সের প্রয়োগ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

আরও