ড. ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত ইউএনএইচসিআর প্রধানের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি। সোমবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ সমর্থনের কথা জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি। সোমবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে তিনি এ সমর্থনের কথা জানান।

ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধান ও তরুণ শরণার্থীদের উন্নত ভবিষ্যত নিয়ে কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে জাতিসংঘ সাধারণ অধিবেশন ও ঢাকায় আলোচনা করবেন। 

আরও