রাশিয়ায় গমের রফতানিমূল্য স্থিতিশীল

রাশিয়ায় গত সপ্তাহে গমের রফতানিমূল্য স্থিতিশীল ছিল বলে জানিয়েছে কৃষি পরামর্শক প্রতিষ্ঠান আইকেএআর।

রাশিয়ায় গত সপ্তাহে গমের রফতানিমূল্য স্থিতিশীল ছিল বলে জানিয়েছে কৃষি পরামর্শক প্রতিষ্ঠান আইকেএআর। 

আইকেএআর অনুসারে, আগস্টের শেষে সরবরাহের জন্য গত সপ্তাহে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত রুশ গমের ফ্রি-অন-বোর্ড (এফওবি) মূল্য এর আগের সপ্তাহের তুলনায় মাত্র ১ ডলার বেড়েছে। এতে মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ২২০ ডলারে। খবর বিজনেস রেকর্ডার।

সোভেকন গত সপ্তাহের শেষে নিকটতম সময়ে সরবরাহের জন্য একই মানের গমের দাম নির্ধারণ করেছিল টনপ্রতি ২২০-২২২ ডলার। এর আগের সপ্তাহেও একই দামে গম বিক্রি হয়েছিল। 

একটি সাপ্তাহিক নোটে সোভেকন জানিয়েছে, ‘‌রাশিয়ায় গমের এফওবি মূল্য সর্বনিম্নে পৌঁছেছে। তবে কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল আছে পণ্যটির দাম। যদিও ঐতিহাসিকভাবেই জুন-জুলাইয়ের কাছাকাছি গমের দাম স্থিতিশীল থাকে।’

আরো জানায়, রাশিয়ায় রফতানিকারকদের কাছে গমের চাহিদা বাড়ছে। তবে চলতি মৌসুমে গমের সরবরাহ চাহিদার তুলনায় অনেক কমে যেতে পারে।

আরও