বিশ্বজুড়ে ফ্রিল্যান্সারদের জন্য জনপ্রিয় অনলাইন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইভার। অনেকের মতো এখানে কাজ করে ডলার আয় করতেন কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মুগ্ধর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেছে ফ্রিল্যান্সিংয়ের জনপ্রিয় এ প্লাটফর্মটি।
বুধবার (৩১ জুলাই) ফাইভারের ভেরিফায়েড পেজ থেকে মুগ্ধকে স্মরণ করে
লেখা হয়েছে, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা আমাদের ফাইভার পরিবারের ক্ষতির কথা
জানলাম। বাবা-মা ও দুই ভাইকে রেখে গত সপ্তাহে মীর মাহফুজুর রহমান মুগ্ধ মৃত্যুবরণ করেছেন।
মীর একজন প্রতিভাবান মার্কেটার ছিলেন, যিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষতা
দিয়ে ফাইভারে একটি সফল ব্যবসা তৈরি করেছিলেন। তার চেয়েও বড় কথা, তিনি ছিলেন একজন আগ্রহী
ভ্রমণপিপাসু, প্রতিভাবান ফুটবলার, বাংলাদেশী স্কাউট এবং সত্যিকারের
মানবতাবাদী। মীরের শূন্যতা অনুভব হবে। তার পরিবার এবং বন্ধুদের জন্য প্রার্থনা।’
গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিতে প্রাণ হারান মুগ্ধ। পড়ালেখার
পাশাপাশি খেলোয়াড়, গায়ক, সংগঠক হিসেবেও সুপরিচিত ছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
শেষ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) এমবিএ করছিলেন। পড়ালেখার পাশাপাশি
অনলাইনে ফ্রিল্যান্সিং করতেন মুগ্ধ। ফ্রিল্যান্সিংয়ে আন্তর্জাতিক গ্রাহকদের কাছ থেকে
বেশ সুনামও কুড়িয়েছিলেন।
ঘটনার সময় সঙ্গে থাকা এক বন্ধু জানান, সন্ধ্যা ৬টার দিকে রাজউক কমার্শিয়ালের
সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে আসে। এ সময় একটি গুলি মুগ্ধর কপাল দিয়ে ঢুকে
ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। ক্রিসেন্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা
করেন।