নারীদের
টেনিসে শীর্ষ বাছাই পোল্যান্ডের ইগা সিয়ানতেককে সরাসরি ৬-২, ৭-৫ গেমে হারিয়ে অলিম্পিক
টেনিসের ফাইনালে উঠেছেন চীনের কিনওয়েন ঝেং। মেয়েদের এককে আরেক সেমিফাইনালে আজ মুখোমুখি
হবেন ক্রোয়েশিয়ার ১৩তম বাছাই ডোনা ভেকিচ ও অবাছাই খেলোয়াড় স্লোভাকিয়ার আনা ক্যারোলিনা
স্মিয়েলদোভা।
১৯৮৮
সালে অলিম্পিক গেমসে টেনিস অন্তর্ভুক্ত হওয়ার পর এককে এই প্রথম পদক পেতে যাচ্ছে চীন।
যদিও ২১ বছর বয়সী ঝেংয়ের এই সাফল্য অনেকটা চমকই। কেননা বিশ্বের শীর্ষ র্যাংকধারী খেলোয়াড়
রোলাঁ গারোঁয় সর্বশেষ পাঁচ আসরের মধ্যে চারবার শিরোপাজয়ী। সেই কোর্টে তাকে হারালেন
এমন একজন যার বিপক্ষে মুখোমুখিতে ৬-০তে এগিয়েও ছিলেন তিনি।
শনিবার
মেয়েদের এককে স্বর্ণপদকের লড়াই হবে। সেদিন স্বর্ণ না জিতলেও রৌপ্য নিশ্চিত করেছেন ঝেং।
এদিকে,
ছেলেদের এককে আজ কোয়ার্টার ফাইনাল খেলতে নামছেন সার্বিয়ান গ্রেট নোভাক জোকোভিচ ও স্প্যানিশ
সুপারস্টার কার্লোস আলকারাজ। জোকোভিচ খেলবেন গ্রিসের স্তেফানোস সিসিপাসের বিপক্ষে,
আর আলকারাজের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টমি পল।