আগামীকাল নয় ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর কয়েকটি এলাকায়

পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার রাজধানীর বেশকিছু এলাকায় নয় ঘণ্টা গ্যাস থাকবে না। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার রাজধানীর বেশকিছু এলাকায় নয় ঘণ্টা গ্যাস থাকবে না। আজ বৃহস্পতিবার (১ আগস্ট)  গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মুগদা, আহমেদবাগ, কদমতলা, বাসাবো, বৌদ্ধমন্দির, সবুজবাগ-সংলগ্ন এলাকায় সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আগাম দুঃখপ্রকাশ করেছে।

আরও