ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। পশ্চিম গাজায় বুধবার (৩১ জুলাই) ওই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলা হয়।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। পশ্চিম গাজায় বুধবার (৩১ জুলাই) ওই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা হয়। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলা হয়।

আলজাজিরার খবরে বলা হয়েছে, আলজাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তার ক্যামেরাপারসন রামি আল-রিফি ওই হামলায় নিহত হয়েছেন। যখন তাদের ওপর হামলা হয় দুজনই ‘প্রেস’ লেখা ভেস্ট পরা ছিলেন। যে গাড়িতে তারা ছিলেন সেটি যে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত, তাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল।

হামলার ১৫ মিনিট আগেও নিউজরুমের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। তারা বলছিলেন, তাদের অবস্থানের পাশেই একটি বাড়িতে হামলা হয়। তাই তাদের ওই এলাকা ছাড়তে বলা হয়েছে। সে অনুযায়ী তারা জায়গাটি ত্যাগ করছিলেন। ওই সময়ই গাড়িতে হামলা হয়ে তারা মারা যান।

দুই সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে এর আগেও সাংবাদিকদের ওপর চালানো হামলার ঘটনাগুলো অস্বীকার করেছে দেশটি। তবে এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড আখ্যা দিয়েছে। 

আর নিউইয়র্কভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১১ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। গাজার গণমাধ্যম দফরের হিসাব অনুযায়ী এ সংখ্যা ১৬৫।

আরও