মিয়ানমারে জান্তা সরকারের মেয়াদ বাড়ল আরো ৬ মাস

মিয়ানমারে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। বুধবার (৩১ জুলাই) জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে এ তথ্য। খবরে বলা হয়েছে, জান্তা সরকারের প্রেসিডেন্ট বলেছেন, দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে তার সরকারের আরো সময় প্রয়োজন।

মিয়ানমারে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়েছে। বুধবার (৩১ জুলাই) জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে এ তথ্য। খবরে বলা হয়েছে, জান্তা সরকারের প্রেসিডেন্ট বলেছেন, দেশে স্থিতিশীলতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে তার সরকারের আরো সময় প্রয়োজন।

রাজধানী নেপিডোতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠকে জান্তা প্রধান বলেন, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ক্ষমতা নেয়ার পর তার সরকারের পরিকল্পনা ছিল জরুরি অবস্থা শেষ হলে একটি জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু চলমান অস্থিরতার কারণে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হয়েছে।

চলতি পরিস্থিতিতে আগামী ২০২৫ সাল নাগাদ একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথাও বলা হয়। মিন অং হ্লাইং বলেন, ওই নির্বাচনের জন্য উপযুক্ত ভোটার তালিকার জন্য একটি আদমশুমারি করা প্রয়োজন। এজন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরো বলেন, সেনা অভ্যুত্থানের প্রেক্ষিতে বেসামরিক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট, এর সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সেস ও অন্যান্য জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ নিয়ন্ত্রণে ‘নিরাপত্তা’ আরোপ অব্যাহত রাখা প্রয়োজন।

আরও