ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৭তম এজিএম অনুষ্ঠিত

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার। পর্যবেক্ষক হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দীন বিশ্বাস। এছাড়া কোম্পানির পরিচালকরা, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার ফিদা এম কামাল, বহি. নিরীক্ষক, এসইসি, ডিএসই ও সিএসইর প্রতিনিধি, ইনডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার এবং শেয়ারহোল্ডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন। সভায় ২০২২ সালের নিরীক্ষিত হিসাব, বার্ষিক প্রতিবেদন ও ওই বছরের জন্য প্রতিটি ১০ টাকার শেয়ারের বিপরীতে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। —বিজ্ঞপ্তি

আরও