বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১৪তম এজিএম অনুষ্ঠিত

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস সভাপতিত্ব করেন। এ সময় এমডি ও সিইও মো. হাবিবুর রহমান গাজী ব্যাংকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সভায় সরকারের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ আলম অংশগ্রহণ করেন। এছাড়া ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. এখলাছুর রহমান, মো. আবু হানিফ খান, সুভাষ চন্দ্র সরকার, কাজি শায়রুল হাসান, কেএম তারিকুল ইসলাম এবং মোসা. রোজিনা নাছরীন উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

আরও