ভিয়েতনাম থেকে চাল রফতানি কমেছে

বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশগুলোর একটি ভিয়েতনাম। তবে জুলাইয়ে দেশটি থেকে চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

বিশ্বের শীর্ষ চাল রফতানিকারক দেশগুলোর একটি ভিয়েতনাম। তবে জুলাইয়ে দেশটি থেকে চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। এ সময় ভিয়েতনাম মোট ৬ লাখ ৩০ হাজার টন চাল রফতানি করেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল স্ট্যাটিসটিকস অফিস। খবর হেলেনিক শিপিং নিউজ।

জেনারেল স্ট্যাটিসটিকস অফিস প্রতিবেদনে আরো জানায়, জানুয়ারি-জুলাই পর্যন্ত ভিয়েতনাম মোট ৫২ লাখ টন চাল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেশি। এছাড়া এ সাত মাসের মধ্যে চাল রফতানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ৩২৭ কোটি ডলারে পৌঁছেছে।

এদিকে বিজনেস রেকর্ডারের প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামে চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য কমেছে। এক বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে পণ্যটির দাম। ব্যবসায়ীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভিয়েতনামে ৫ শতাংশ খুদযুক্ত চালের টনপ্রতি মূল্য ছিল ৫৫০-৫৬০ ডলার, গত সপ্তাহে যা ছিল ৫৬৫-৫৭০ ডলার।

এ বিষয়ে ভিয়েতনামের হো চি মিন সিটিভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘দেশটির মেকং অববাহিকায় বৃষ্টিপাতের কারণে চলতি মৌসুমের ফসল কাটায় ব্যাঘাত ঘটেছে।

এ কারণে দেশটিতে সম্প্রতি ব্যবসায়িক কার্যকলাপ আগের তুলনায় কিছুটা কমেছে, যা চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য কমার পেছনে ভূমিকা রেখেছে।’

আরও