ইওসু ইন্টারন্যাশনাল ওয়েবফেস্টে মনোনয়ন পেয়েছে সাদেক সাব্বিরের সিনেমা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘দ্য লাস্ট ওয়ার্ল্ড’। আগামী ২ সেপ্টেম্বর থেকে কোরিয়ার দক্ষিণতীরের বন্দর ও পর্যটন নগরী ইওসু শহরে "জিএস ক্যালটেক্স হেউলমারু ভেন্যুতে পর্দা উঠছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবে ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ল্ড। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাদেক সাব্বির।
নির্মাতা জানান, উৎসবে অংশগ্রহণের জন্য ফেস্টিভ্যাল কমিটির পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘২-৭ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসবে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র উপভোগ, সিটি ট্যুর ও সব শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই এ আমন্ত্রণ। এটি আমাদের টিমের জন্য আনন্দের। এ সফলতায় টিমের সব সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা এখন টিমের ভিসার জন্য বিভিন্ন কাগজপত্র ফেস্টিভ্যাল কমিটির সঙ্গে আদান-প্রদান করছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের টিম উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’
এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণের মতো গুণী অভিনেতা। আরো অভিনয় করেছেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমলা। চলচ্চিত্রটি প্রযোজনা সংস্থা রেবিট কমিউনিকেশনের ব্যানারে নির্মিত। এর এক্সিকিউটিভ প্রডিউসার সগীর মুস্তফা। এটি এরই মধ্যে পাকিস্তান ও ভারতে প্রদর্শন হয়েছে। কলকাতার মিসিনটেজ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে দ্য লাস্ট ওয়ার্ল্ড।
তাছাড়া এ বছর মোবাইল দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাইড বাই সাইড’ নির্মাণ করে জাতিসংঘের পুরস্কার জিতে নেয় সাদেক সাব্বির। তাতেও অভিনয় করেন ইমতিয়াজ বর্ষণ ও নিশাত প্রিয়ম।
বর্তমানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণের পাশাপাশি ফিচার ফিল্ম নির্মাণের জন্য কাজ করছেন সাদেক সাব্বির।