কোরিয়া থেকে আমন্ত্রণ পেলেন সাদেক সাব্বির

ইওসু ইন্টারন্যাশনাল ওয়েবফেস্টে মনোনয়ন পেয়েছে সাদেক সাব্বিরের সিনেমা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘দ্য লাস্ট ওয়ার্ল্ড’।

ইওসু ইন্টারন্যাশনাল ওয়েবফেস্টে মনোনয়ন পেয়েছে সাদেক সাব্বিরের সিনেমা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘দ্য লাস্ট ওয়ার্ল্ড’। আগামী ২ সেপ্টেম্বর থেকে কোরিয়ার দক্ষিণতীরের বন্দর ও পর্যটন নগরী ইওসু শহরে "জিএস ক্যালটেক্স হেউলমারু ভেন্যুতে পর্দা উঠছে এ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবে ইন্টারন্যাশনাল শর্ট ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লাস্ট ওয়ার্ল্ড। পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য লিখেছেন সাদেক সাব্বির।

নির্মাতা জানান, উৎসবে অংশগ্রহণের জন্য ফেস্টিভ্যাল কমিটির পক্ষ থেকে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, ‘২-৭ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসবে অংশগ্রহণ করবে বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র উপভোগ, সিটি ট্যুর ও সব শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই এ আমন্ত্রণ। এটি আমাদের টিমের জন্য আনন্দের। এ সফলতায় টিমের সব সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা এখন টিমের ভিসার জন্য বিভিন্ন কাগজপত্র ফেস্টিভ্যাল কমিটির সঙ্গে আদান-প্রদান করছি। আশা করছি, সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের টিম উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।’

এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণের মতো গুণী অভিনেতা। আরো অভিনয় করেছেন মনিরুজ্জামান লিপন, রাজু খান, সাবরিন আজাদ ও আয়মন শিমলা। চলচ্চিত্রটি প্রযোজনা সংস্থা রেবিট কমিউনিকেশনের ব্যানারে নির্মিত। এর এক্সিকিউটিভ প্রডিউসার সগীর মুস্তফা। এটি এরই মধ্যে পাকিস্তান ও ভারতে প্রদর্শন হয়েছে। কলকাতার মিসিনটেজ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে দ্য লাস্ট ওয়ার্ল্ড।

তাছাড়া এ বছর মোবাইল দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাইড বাই সাইড’ নির্মাণ করে জাতিসংঘের পুরস্কার জিতে নেয় সাদেক সাব্বির। তাতেও অভিনয় করেন ইমতিয়াজ বর্ষণ ও নিশাত প্রিয়ম।

বর্তমানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক নির্মাণের পাশাপাশি ফিচার ফিল্ম নির্মাণের জন্য কাজ করছেন সাদেক সাব্বির।

আরও