দেরি হলেও আসছে ‘নীল ঘূর্ণি’

টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। ছোট পর্দার ও ওটিটি প্লাটফর্ম নিয়ে ব্যস্ত সময় পার করেন তারা।

টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। ছোট পর্দার ও ওটিটি প্লাটফর্ম নিয়ে ব্যস্ত সময় পার করেন তারা। এবার দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে নতুন নাটক নিয়ে জুটি বেঁধেছেন তারা। নাটকের শিরোনাম নীল ঘূর্ণি। এটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। ধারাবাহিকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মম।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এ ধারাবাহিকে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। তখন আমি আর মম অনেক খণ্ড নাটকে অভিনয় করেছি। আমাদের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছিল। বলা যেতে পারে, আমার অভিনীত শেষ ধারাবাহিক নাটক নীল ঘূর্ণি। গল্পটা খুব চমৎকার। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। খণ্ড নাটকে কাজ করা নিয়েই ব্যস্ত ছিলাম। এখন তো ওটিটি প্লাটফর্মের কাজ নিয়েই ব্যস্ত। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। অনেক অভিজ্ঞ একজন পরিচালক। এ ধারাবাহিকের পর আমি শাকিল ভাইয়ের নির্দেশনায় বেশকিছু ভালো গল্পের কাজ করেছি। সেগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি নীল ঘূর্ণি ধারাবাহিকটিও দর্শকের ভালো লাগবে।’

নাটকটি নিয়ে নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘আশা করছি আগামী মাসে দেশের একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। অপূর্ব, মমসহ আরো যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস এটি দর্শকের ভালো লাগবে।’

এ নাটকে অভিনয় নিয়ে মম বলেন, ‘অবশেষে নাটকটি প্রচারের মুখ দেখছে। বিষয়টি জেনে ভালো লাগছে। এ নাটকে আমরা সবাই খুব যত্ন নিয়ে কাজ করেছি। এটি আমার অনেক পছন্দের একটি কাজ। বিশেষ কিছু কারণে এতদিন এটি প্রচার হয়নি। এবার প্রচার হবে। একটি ভিন্ন চরিত্রে আমাকে দেখবে দর্শক। কাজটি অনেক আগের হলেও নতুন হয়েই প্রচার হবে। আশা করছি দর্শকের জন্য এটি সুন্দর একটি কনটেন্ট হবে। কারণ যত্ন নিয়ে কাজ করলে সবকিছুই ভালো হয়।’

আরও