কোটা সংস্কার আন্দোলন

গাজীপুরের শিববাড়ি এলাকায় শিক্ষার্থীদের অবরোধের চেষ্টা, পুলিশী বাধায় পণ্ড

৯ দফা দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি মোড় এলাকা অবরোধের চেষ্টা করেছেন শিক্ষার্থীরা।

৯ দফা দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা-জয়দেবপুর আঞ্চলিক সড়কের শিববাড়ি মোড় এলাকা অবরোধের চেষ্টা করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে অবস্থান নেয়ার চেষ্টা করেন। পরে পুলিশী বাধায় তা পণ্ড হয়ে যায়। সকাল থেকেই ডুয়েটের সামনের সড়ক, জয়দেবপুর জংশনের আশপাশ ও শিববাড়ি মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থান নেয়।

বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুর ১২টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের জমায়েত ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর সদর থানার ওসি রাফিউর রহমান জানান, শিববাড়ি মোড়ে কয়েকজন শিক্ষার্থী এসেছিল। তারা এখন নেই। আমি ঘটনাস্থলে এসে তাদেরকে পাইনি। তবে পুলিশ কাউকে লাঠিচার্জ করেনি।

আরও