পদকের টেবিলে কর্তৃত্ব জাপান ও চীনের

অস্ট্রেলিয়া ও চীনের আধিপত্যে শুরু হয় প্যারিস অলিম্পিক-২০২৪। যদিও পরে তাদের চ্যালেঞ্জ জানায় জাপান ও স্বাগতিক ফ্রান্স। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত টেবিলের এক ও দুইয়ে ছিল যথাক্রমে জাপান ও চীন। জাপান ৭টি স্বর্ণসহ মোট ১৩টি পদক নিয়ে টেবিলের শীর্ষে, আর চীন ৬টি স্বর্ণসহ ১৪টি পদক নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছিল।

অস্ট্রেলিয়া ও চীনের আধিপত্যে শুরু হয় প্যারিস অলিম্পিক-২০২৪। যদিও পরে তাদের চ্যালেঞ্জ জানায় জাপান ও স্বাগতিক ফ্রান্স। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত টেবিলের এক ও দুইয়ে ছিল যথাক্রমে জাপান ও চীন। জাপান ৭টি স্বর্ণসহ মোট ১৩টি পদক নিয়ে টেবিলের শীর্ষে, আর চীন ৬টি স্বর্ণসহ ১৪টি পদক নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছিল।

 

এরপরেই ছিল ফ্রান্স (৫টি স্বর্ণ), অস্ট্রেলিয়া (৫টি স্বর্ণ), দক্ষিণ কোরিয়া (৫টি স্বর্ণ)। অলিম্পিক পরাশক্তি এখন পর্যন্ত ৩টি স্বর্ণ জিতলেও মোট পদকে সবার উপরে। তাদের মোট পদক ২০টি। আজ জিমন্যাস্টিকস ও সুইমিং থেকে বেশ কিছু স্বর্ণ জয়ের সম্ভাবনা আছে যুক্তরাষ্ট্রের। সিমোন বাইলস ও তার সতীর্থরা আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দলীয় ইভেন্টে স্বর্ণের জন্য লড়াই করছিলেন।  

 

সোমবার রাতে সাঁতারে ৫টি স্বর্ণ জিতেছে ভিন্ন ৫টি দেশ। মেয়েদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দক্ষিণ আফ্রিকার তাতিয়ানা স্মিথ, মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার মলি ও’কালাহান, মেয়েদের ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে কানাডার সামার ম্যাকিন্টোশ, ছেলেদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ইতালির টমাস কেক্কোন ও ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইলে রোমানিয়ার ডেভিড পাপোভিচি স্বর্ণ জয় করেন। এখন পর্যন্ত প্যারিস অলিম্পিকে সাঁতারে ১২টি ইভেন্টের ফাইনাল হয়েছে। এরমধ্যে সর্বোচ্চ ৩টি সোনা জিতেছে অস্ট্রেলিয়া। দুটি করে যুক্তরাষ্ট্র ও ইতালি। মোট ৩৭টি ইভেন্টের মধ্যে এখনো ২৫টির ফাইনাল বাকি।

আরও