হিটে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় বাংলাদেশের সামিউলের

প্যারিস অলিম্পিকে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন আরচারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি। এর মধ্যে সামিউলের বিদায় হলো। বাকি চারজন কেমন খেলেন, সেটি এখন দেখার বিষয়।

হিটেই বাদ! অলিম্পিক মানেই বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে খুব পরিচিত শিরোনাম। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আজ মঙ্গলবার (৩০ জুলাই) ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে দ্বিতীয় হিটে পুলে নেমেছিলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। তিনি ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আটজনের মধ্যে পঞ্চম হন। তবে সব মিলিয়ে ১০টি হিট শেষে ৭৯ জনের মধ্যে ৬৯তম হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশে এই সাঁতারু।

 

সময়ের হিসেবে শীর্ষ ১৬ জন উঠেছেন ১০০ মিটার ফ্রিস্টাইলের সেমিফাইনালে।


 

প্যারিস অলিম্পিকে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন আরচারিতে সাগর ইসলাম, স্প্রিন্টে ইমরানুর রহমান, শুটিংয়ে রবিউল ইসলাম, সাঁতারে সোনিয়া আক্তার ও সামিউল ইসলাম রাফি। এর মধ্যে শুটিংয়ে রবিউল আগেই বিদায় নেন, আজ সামিউলের বিদায় হলো। বাকি তিনজন কেমন খেলেন, সেটি এখন দেখার বিষয়।

আরও