জিমন্যাস্টিকসে
মেয়েদের টিম ফাইনালে আজ খেলছেন যুক্তরাষ্ট্রের এই মহাতারকা। কাফ ইনজুরি নিয়েও খেলতে
তৈরি ২৭ বছর বয়সী বাইলস। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া দশটায়।
প্যারিসের
বার্কি অ্যারেনায় ফাইনালে ফেভারিট হিসেবে নামছে বাইলসের যুক্তরাষ্ট্র। ২০২১ সালের টোকিও
গেমসে যুক্তরাষ্ট্র রৌপ্য জয় করে। সেবার স্বর্ণ পায় রাশিয়া। এবার বাইলস আছেন বলে স্বর্ণের
আশাই করছে যুক্তরাষ্ট্র।
চোট
নিয়েও প্যারিসে চারটি ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইলস। তার সতীর্থ জর্ডান চিলিসও
চার ইভেন্টে খেলবেন। বাছাইয়ে বাইলস, ব্রাজিলের রেবেকা আনদ্রাদে ও টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন
সুনিসা লির পরেই ছিলেন তিনি।
এদিকে,
আজ মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে আজ পুলে নেমেছেন আমেরিকান সুপারস্টার কেটি
লেডেকি। হিটে ১৫ মিনিট ৪৭.৪৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েই উঠেছেন সেমিফাইনালে। এই ইভেন্টের
বর্তমান বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন লেডেকি।
মেয়েদের
১০০ মিটার ব্যাকস্ট্রোকের ফাইনাল আজ বাংলাদেশ সময় ১২টা ৫৬ মিনিটে। এরপর ছেলেদের ৮০০
মিটার ফ্রিস্টাইল ফাইনাল। মঙ্গলবার সাঁতারের শেষ ইভেন্ট ছেলেদের ২০০ মিটার ফ্রিস্টাইল
রিলে। এটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।