কোটা আন্দোলনকারীদের ক্লাসে ফেরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (১১ জুলাই) নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ জানান।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (১১ জুলাই) নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অনুরোধ জানান। একই সঙ্গে তিনি  আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করলে কঠোর হওয়ার ইঙ্গিতও দেন।

শিক্ষার্থীদের রাস্তায় কষ্ট না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোটা আন্দোলনকারীরা মনে হয় লিমিট ক্রস করে যাচ্ছে কয়েকদিন ধরে। তারা যেন অযথা সড়কে ভিড় না করে, লেখাপড়া নষ্ট করে যাতে বসে না থাকে। তাদের প্রতি অনুরোধ তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে যাক। রাস্তায় তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আর নেই। আদালত তাদের কথা শুনতে চাচ্ছেন। তাদের প্রতি অনুরোধ, তাদের দাবি আমরা খেয়াল করছি। প্রধান বিচারপতির ডাকে সাড়া দিয়ে তারা কোর্টে যাবেন।

কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকেই তাদের (আন্দোলনকারী) ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে আন্দোলন প্রত্যাহার করে নিক। তারা মেধাবী ছেলে, কেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে?

শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকলে পুলিশ কোনো ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কখন অ্যাকশনে যায়? জানমালের ক্ষতি করলে, অগ্নিসংযোগ করলে, জনদুর্ভোগ করলে তো পুলিশ বসে থাকবে না।

এর আগে গতকাল বুধবার (১০ জুলাই) আপিল বিভাগ হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থগিতাদেশ দেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ঝুলন্ত কোনো সিদ্ধান্ত তারা মানবেন না। একই সঙ্গে বৃহস্পতিবার বিকালে আবারো ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়।

আরও