উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া

৪৭তম কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া।

৪৭তম কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া।

 

নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলেও শেষ পর্যন্ত জয়লাভ করেছে কলম্বিয়াই।

 

৩৯ মিনিটে জেফারসন লারমার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এর কিছু সময় পরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার রাইট ব্যাক দানিয়েল মুনোজ। প্রথমার্ধের যোগ করা সময়ে পরপর দুই হলুদ কার্ড দেখায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে ৪৫ মিনিট একজন নিয়ে বেশি খেলার সুবিধা আদায় করে নিতে পারেনি উরুগুয়ে।

 

এ জয়ে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল কলম্বিয়া। দলটি টানা ২৮ ম্যাচ অপরাজিত রয়েছে।

 

বাংলাদেশ সময় সোমবার (১৫ জুলাই) সকাল ৬টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা।

 

কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও উরুগুয়ে ১৫ বার করে শিরোপা জিতে রেকর্ড ভাগাভাগি করছে। নয়টি শিরোপা জিতে তাদের পরেই ব্রাজিল। এছাড়া প্যারাগুয়ে, চিলি ও পেরু দুইবার করে ও এবং কলম্বিয়া ও বলিভিয়া একবার করে লাতিন শ্রেষ্ঠত্ব পেয়েছে।

আরও