ফেনীতে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে গবাদিপশু

ফেনীর বিভিন্ন খামারে অজ্ঞাত রোগে গবাদিপশু মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই মাস ধরে পশু মৃত্যুর হার বাড়লেও সঠিক কারণ বলতে পারছেন না সংশ্লিষ্টরা।

ফেনীর বিভিন্ন খামারে অজ্ঞাত রোগে গবাদিপশু মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই মাস ধরে পশু মৃত্যুর হার বাড়লেও সঠিক কারণ বলতে পারছেন না সংশ্লিষ্টরা। জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, গবাদিপশু মারা যাচ্ছে, এটি ঠিক। তবে কী পরিমাণ মারা গেছে তার কোনো তথ্য খামারিরা তাদের দেননি। জেলা ও উপজেলা পর্যায়ে জনবল সংকটের পরও তারা খামারিদের সহযোগিতা করে আসছেন।

খামারিদের ভাষ্যমতে, দুই মাস ধরে ফেনীর বিভিন্ন খামারে শতাধিক গরু মারা গেছে। সুস্থ গরু হঠাৎ করে মারা যাওয়ার সঠিক কারণ বলতে পারছেন না পশু চিকিৎসকরা। পশুর কোনো সমস্যা দেখা দিলে প্রাণিসম্পদ বিভাগে ফোন করেও কাউকে পাওয়া যায় না। ভেটেরিনারি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা অন্য কাজে ব্যস্ততা দেখান। গুরুত্ব দিতে চান না।

ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মরুয়ারচর গ্রামের খামারি আকবর হোসেন বলেন, ‘কয়েক দিন আগে খামারের সব গরুই ঠিকঠাক ছিল। সম্প্রতি একটি গাভী দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই গাভীটি মারা যায়। গাভীর দুধ বিক্রি করে খামারের আর্থিক জোগান দিতাম। এখন খামারের খরচ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছি।’

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ‘জেলায় ছোট-বড় মিলিয়ে পাঁচ শতাধিক খামার রয়েছে। যেসব খামারি আমাদের কাছে চিকিৎসাসেবা চাচ্ছে, আমরা তা দেয়ার চেষ্টা করছি।’

আরও