ঝিনাইদহে অস্ত্র মামলার দুটি ধারায় আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আব্দুল মতিন এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালের ১২ নভেম্বর তার বাড়ির পাশে খড়ের মধ্য থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।