ফরিদপুরে শিশু জিহাদ (১৪) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত দল। গতকাল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। জিহাদের মরদেহ দুই বছর আগে রাজবাড়ীর কালুখালী থানার গঙ্গানন্দপুর ঈদগাহ মাঠ এলাকা থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিহাদের দাদা আব্দুল লতিফ সেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।