ছয় দফা দাবিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কর্মীদের কর্মবিরতি

ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রাজধানীর মালিবাগে কোম্পানিটির প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে প্রশাসক এসএম

ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল রাজধানীর মালিবাগে কোম্পানিটির প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে প্রশাসক এসএম ফেরদৌস বরাবর স্মারকলিপি দেন তারা। এর আগে মঙ্গলবার সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা। 

প্রশাসক এসএম ফেরদৌস বরাবর দেয়া স্মারকলিপিতে বলা হয়, সব এফএ (ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট), ইউএম (ইউনিট ম্যানেজার) ও বিএমদের (ব্রাঞ্চ ম্যানেজার) বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে। নিরপেক্ষ অডিট কোম্পানি দিয়ে দ্রুত পূর্ণাঙ্গ অডিট করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। স্যালারি পলিসি কার্যকর করার ক্ষেত্রে অন্যান্য জীবন বীমা কোম্পানির প্রচলিত সুযোগ-সুবিধা বিবেচনায় রেখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিয়ম যথাযথ প্রতিপালন সাপেক্ষে দ্রুত বাস্তবায়ন করতে হবে। মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, দুইজন উপব্যবস্থাপনা পরিচালক ও  দুইজন সহকারী ব্যবস্থাপনা পরিচালককে পদে বহাল করতে হবে।

আরও